সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ

দক্ষিণ নগর ভবন, ১৩-১৪ তম তলা, ঢাকা-১০০০
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২০

২২ সেপ্টেম্বর, ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অঙ্গীকার

ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অঙ্গীকার গ্রহণ করে আকর্ষণীয় পুরষ্কার লাভের সুযোগ গ্রহণ করুন। ২২ সেপ্টেম্বর, ২০২০ রোজ মঙ্গলবার দুপুর ১১:৫৯ মিনিট পর্যন্ত অঙ্গীকার করা যাবে। অঙ্গীকারকারীগনের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জন কে পুরস্কৃত করা হবে। এ অঙ্গীকার শুধুমাত্র ঢাকা শহরে বসবাস কারীগণের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

পুরস্কার - ২০২০

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২০ এর অঙ্গীকার এ অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী ১০ জন কে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।

Share On Facebook

ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে মানুষকে গাড়ি বাদ দিয়ে হাঁটা, সাইকেল ও গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এবং শহরে নানা আয়োজনের মধ্য দিয়ে গাড়িমুক্ত দিবস পালন করা হয়।

১৯৬২ সাল থেকে ডেনমার্কের কোপেনহেগেন শহরে সড়কে গাড়ি চলাচল বন্ধ করে শুধুমাত্র পথচারীদের জন্য উন্মূক্ত করা হয়। এরপর ইউরোপে এই ধারণাটির প্রসার ঘটতে শুরু করে। ৭০ দশকে জ্বালানী সঙ্কটের সময় ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের বিষয়টি আরো ব্যাপকতা লাভ করে । নব্বইএর দশকে বিশ্বব্যাপী কারফ্রি সিটি নেটওয়ার্ক গড়ে ওঠে। ২০০১ সালের ২২ সেপ্টেম্বর বিশ্বের ৩৩টি দেশের প্রায় ১০০০ শহরে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন করা হয়। এখন প্রতি বছর প্রায় ৪০০০ শহরে দিবসটি পালিত হয়ে থাকে।

২০০৬ সাল থেকে বেসরকারি উদ্যোগে বাংলাদেশে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন শুরু হয়। ২০১৬ সালে প্রথমবারের মত ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর সমন্বয়ে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে ঢাকা শহরের মানিক মিয়া এভিনিউ এ বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন করা হয়। ২০১৭ সালে সরকারি-বেসরকারি ৪৯টি সংগঠন এবং ২০১৮ সালে সরকারি-বেসরকারি ৫১টি সংগঠন এবং ২০১৯ সালে সরকারি-বেসরকারি ৫৯টি সংগঠনের যৌথ উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদযপান করা হয়। এ বছর করোনা পরিস্থিতির জন্য সীমিত আকারে অনলাইনে এই দিবসটি উদযপান করা হচ্ছে।